পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় শিবির হচ্ছে

আগরতলা : বিভিন্ন জায়গায় শিবির হচ্ছে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা নিয়ে। আগরতলায় হচ্ছে সবচেয়ে বেশি শিবির। এসব শিবির ঘিরে সাড়া মিলছে। তবে খুব ভালো সাড়া নয়। মানুষ ভালো করে বিষয়টি সম্পর্কে অবগত নয় বলে মনে করছেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা নিয়ে এদিন শিবির হয় জিবি ইলেকট্রিক্যাল সাব ডিভিশনের বিপরীত দিকের মাঠে।শিবিরে এলাকার লোকজন অংশ গ্রহণ করেন। যারা এই যোজনায় আওতায় আসতে চান তাদের রেজিস্ট্রেশন করানো হয়েছে। বিদ্যুৎ নিগম ছাড়াও সংশ্লিষ্ট লোকজন শিবিরে পরিষেবা দেন গ্রাহকদের। উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ, পুর নিগমের কর্পোরেটর প্রদীপ চন্দ সহ অন্যরা। আলোচনা করতে গিয়ে বিদ্যুৎমন্ত্রী বলেন,-পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় শিবির হচ্ছে। আগরতলায় হচ্ছে সবচেয়ে বেশি শিবির। তিনি আরও বলেন, বাড়ি ঘরে এর সুযোগ নিলে মানুষ ভর্তুকিও পাচ্ছেন। অনেকে আবার বেশি বিদ্যুৎ উৎপাদনের করে এই যোজনা নিচ্ছে ব্যবসা করার জন্য।

Related posts

Govt plans to deploy Special Executives as tourist police: CM

রাজ্যের আট জেলায় হবে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে মহড়া

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের এন ডি আর এফ ফান্ড থেকে ডি বি টির মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়