চাপমুক্ত থেকে জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষার্থীদের পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী: মুখ্যমন্ত্রী

Chief Minister Prof Dr Manik Saha attend Intercollege Quiz Competition at Rabindra Bhavan 5

আগরতলা : কোন ধরণের চাপ ছাড়াই জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছাত্রছাত্রীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মূলত, পরীক্ষার ভয় ও চাপ দূরে রেখে আত্মবিশ্বাস বাড়ানোর উপর গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী।

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অত্যন্ত জনপ্রিয় কার্যক্রম ‘পরীক্ষা পে চর্চা’র অষ্টম পর্বে অংশ নিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। বিদ্যালয় শিক্ষা দপ্তরের ব্যবস্থাপনায় সোমবার আগরতলার মহারাণী তুলসিবতী বালিকা বিদ্যালয়ে আয়োজিত এই কার্যক্রম শ্রবন করেন মুখ্যমন্ত্রী। মূলত, পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এই কার্যক্রম আয়োজন করা হয়।

 

মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, আজ পড়ুয়াদের সাথে বসে এই অনুষ্ঠান উপভোগ করলাম। খুবই ভালো লাগছে। মনে হচ্ছে আমি পেছনে গিয়ে ছাত্র জীবনে চলে গিয়েছি। উনি যেভাবে কথা বলেন, যেভাবে বুঝানোর চেষ্টা করেন, খুবই সহজ সরল ও সোজা উপায়ে বার্তা দেন। অভিভাবকদের প্রতিও বার্তা দিয়েছেন। শিক্ষকদের প্রতিও বার্তা দিয়েছেন। আমি নিজেও একজন শিক্ষক ছিলাম। এখানে প্রায় ২১টির মতো চ্যাপ্টার ছিল। আমাদের ত্রিপুরার বিলোনিয়ার একজন শিক্ষার্থীও ছিল। ত্রিপুরা শুনেই প্রধানমন্ত্রী ওই ছেলেটির সঙ্গে কথা বলেছেন। প্রধানমন্ত্রী ছেলেটিকে জিজ্ঞেস করেছেন কিভাবে এই কার্যক্রমে অংশ নিলো এবং কোন পয়সা দিতে হয়েছে কিনা? এটা দেখে খুবই ভালো লাগলো। আমরা তার জন্য গর্বিত অনুভব করছি। বেশ সুন্দরভাবে বলছিল ছেলেটি।

 

মুখ্যমন্ত্রী বলেন, মূল কথা হচ্ছে চাপমুক্ত থেকে জীবনকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সেই সম্পর্কে কথা বলেছেন প্রধানমন্ত্রী। পরীক্ষার সময় চাপ নেওয়া, পরীক্ষাই আমার সব – উনি বলছেন জীবনকে শেখা নাকি বইকে শেখা? বইয়ের পাশাপাশি জীবনকেও শিখতে হবে। শুধু বই শিখলাম, কিন্তু পরীক্ষায় আমার ফল খারাপ হলো, এতে আমার জীবন নষ্ট হয়ে যাবে সেটা নয়। দেখা যায় পরীক্ষা ভালো করার পরও সেভাবে সফল হতে পারে না অনেকে। আজ প্রধানমন্ত্রী অনেক বিষয় নিয়ে কথা বলেছেন। পরিবেশ নিয়ে কথা বলেছেন। ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করছিলেন তোমাদের আজকে কোন বিষয়টা সবচাইতে ভালো লেগেছে? তখন ছাত্রছাত্রীরা বললো পরিবেশের কথা, ‘এক পেড় মা কি নাম’ এর কথা। এছাড়াও প্রতি মাসের শেষ রবিবারে মন কি বাত কার্যক্রম করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সব বিষয় মিলে সমাজের প্রতি একটা বার্তা দিয়ে থাকেন উনি।

 

এদিন এই কার্যক্রমে পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা কমানো, ক্যারিয়ার নিয়ে সচেতনতা, মা-বাবাদের করণীয় সহ একাধিক বিষয়ে ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্নাবলীর জবাব প্রদান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এই কার্যক্রমে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার, শিক্ষা অধিকর্তা এন সি শর্মা সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়ারা।

 

উল্লেখ্য, এবার ‘পরীক্ষা পে চর্চা’ কার্যক্রমে দেশের বিভিন্ন রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলের স্কুল, কেন্দ্রীয় বিদ্যালয়, সৈনিক স্কুল, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, সিবিএসই পরিচালিত স্কুল থেকে বাছাই করা ৩৬ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। মতবিনিময় পর্বে ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। এরমধ্যে উল্লেখযোগ্যভাবে দক্ষিন ত্রিপুরা জেলার বিলোনিয়া আর্য কলোনী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের দ্বাদশের ছাত্র প্রীতম দাসও প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার সুযোগ অর্জন করে।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র