চা-বাগান, আন্ডারটেকিং সংস্থার শ্রমিকদের প্রভিডেণ্ড ফাণ্ড সমস্যা নিয়ে ইপিএফ কমিশনারের কাছে স্মারকলিপি

আগরতলা : কর্মরত-অবসর প্রাপ্ত শ্রমিক কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ই পি এফ কমিশনারের কাছে স্মারকলিপি করলেন সিআইটিইউর এক প্রতিনিধি দল। সোমবার সংগঠনের তরফে প্রতিনিধিরা ভোলাগিরি সংলগ্ন ই পি এফ কমিশনারের অফিসে যায়। প্রতিনিধি দলে ছিলেন শ্রমিক নেতা কানু ঘোষ, সাধন চন্দ্র রায়, কার্ত্তিক বণিক, মিঠু দেববর্মা , রণজিৎ সাহা। ডেপুটেশন শেষে বের হয়ে শ্রমিক নেতা বলেন, শ্রমিকদের প্রভিডেণ্ড ফাণ্ড পাওয়ার ক্ষেত্রে প্রচণ্ড জটিলতা। ম্যানেজমেন্ট শ্রমিকের টাকা কাটলেও শ্রমিকরা ঠিক ভাবে পাচ্ছেন না বলে অভিযোগ। এর মধ্যে সবচেয়ে বেশি শ্রমিক হল চা বাগানের আর আন্ডার টেকিং ক্ষেত্রের। আন্ডার টেকিং ক্ষেত্র গুলিতে সবচেয়ে বড় সমস্যা বলে জানান শ্রমিক নেতা কানু ঘোষ। তাই সমস্যা গুলি স্মধানে কমিশনারের পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান তারা।

Related posts

Govt plans to deploy Special Executives as tourist police: CM

রাজ্যের আট জেলায় হবে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে মহড়া

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের এন ডি আর এফ ফান্ড থেকে ডি বি টির মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়