জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতা সামনে রেখে রাজ্য দল গঠন

আগরতলা : ঝাড়খণ্ডের রাচিতে হবে এবছর সিনিয়র পুরুষ জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতা।এতে অংশ নেবে ত্রিপুরা টিমও। বৃহস্পতিবার হয় বাছাই পর্ব।হ্যান্ডবল ফেডারেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে হতে যাচ্ছে ৫৩ তম সিনিয়র পুরুষ জাতীয় হ্যান্ডবল আসর। ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি ঝাড়খণ্ডে হবে এই প্রতিযোগিতা।প্রতিযোগিতাকে সামনে রেখে ত্রিপুরা হ্যান্ডবল এসোসিয়েশান-এর উদ্যোগে সিনিয়র পুরুষ দলের বছাই পর্ব হয় উমাকান্ত একাডেমীর হ্যান্ডবল গ্রাউন্ডে।সারা রাজ্য থেকে ৫০ জনের অধিক খেলোয়াড় এই বাছাই পর্বে অংশগ্রহণ করে। তার থেকে বাছাই করা ১৬ জনকে নিয়ে গঠন করা হবে রাজ্য দল। ত্রিপুরা হ্যান্ডবল এসোসিয়েশান-র কোষাধ্যক্ষ জানান ৫৩ তম সিনিয়র পুরুষ জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে রাজ্য দল গঠন করার জন্য এদিন বাছাই পর্ব।জাতীয় আসরে রাজ্য দলের ভালো খেলার বিষয়ে আশাবাদী কর্মকর্তারা।

Related posts

মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে আবেদন চাকরিপ্রত্যাশীদের অপেক্ষামান তালিকা প্রকাশের

প্রয়াত প্রাক্তন এম ডি সি নির্মল চন্দ্র দাস

ওয়াকফ সংশোধনী নিয়ে বিরোধীদের প্রতিবাদের সমালোচনায় রাজীব- বিপ্লব