সিবিআই অফিসে চুরি হওয়া আরো জিনিস উদ্ধার

আগরতলা : রাজধানীর শ্যামলীবাজারস্থিত সিবিআই-র ক্যাম্প অফিসে চুরির ঘটনায় ইতিমধ্যে ৬ জনকে গ্রেপ্তার করেছে এনসিসি থানার পুলিশ। তাদের মধ্যে চার জনকে পুলিশ রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ আরও বেশকিছু জিনিস উদ্ধার করতে সক্ষম হয়। রবিবার এনসিসি থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসডিপিও এনসিসি জানান শ্যামলীবাজারস্থিত সিবিআই-র ক্যাম্প অফিসে চুরির ঘটনায় ধৃত ৬ জনের মধ্যে চার জনকে পুলিশ রিমান্ডে আনা হয়। বিপ্লব দেববর্মা, রাজু ভৌমিক, দিলিপ সরকার ও বিল্লু তাঁতিকে পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদ চালিয়ে বেশকিছু চেয়ার, টেবিল, বৈদ্যুতিন সরঞ্জাম, কাঠের দরজা, জানালা উদ্ধার করা হয়েছে। তারা আরও স্বীকার করে তারা যে সকল বিদ্যুৎ পরিবাহী তার চুরি করেছিল, সেই গুলি বিক্রয় করে দিয়েছে। সেই গুলিও উদ্ধার করার চেষ্টা চলছে বলে জানান তিনি। সহসাই বাকি জিনিস গুলিও উদ্ধার করা হবে।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি