রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে ট্রাফিক পুলিস

আগরতলা : রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে ট্রাফিক পুলিস। আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ট্রাফিক। সোমবার ফের অভিযান চালাল ট্রাফিক পুলিস। অবৈধ যানবাহন পার্কিং ও ট্রাফিক রুলস ভঙ্গকারীদের বিরুদ্ধে ট্রাফিকের অভিযান। সোমবার রাজধানীর জিবি বাজারে সহ আগরতলার বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয়। যত্রতত্র পার্কিং করে রাখা যানবাহনকে এইদিন জরিমানা করা হয়। এবং নোটিস দেওয়া হয়। এছাড়াও ট্রাফিক রুলস অমান্য করে যারা যানবাহন চালাচ্ছিল তাদেরকে এইদিন জরিমানা করা হয়। অতিরিক্ত ট্রাফিক এসপি-র নেতৃত্বে এইদিনের অভিযান চলে। স্থানীয় পুলিশের সহযোগিতা নিয়ে এদিন আগরতলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। রাজ্যে যান দুর্ঘটনা অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে। তাই দুর্ঘটনা রোধে ট্রাফিকের অভিযান চলছে। আগামী দিনেও চলবে বলে অতিরিক্ত ট্রাফিক পুলিস জানান।

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী