আগরতলায় বিনামূল্যে থাকার ব্যবস্থা করা হয়েছে চিকিৎসার কাজে আসা মহকুমার সাংবাদিকদের

আগরতলা : চিকিৎসা সংক্রান্ত কাজে আগরতলায় এসে এখন আর থাকার জন্য ছিন্তা করতে হবে না মহকুমার সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের। বিনামূল্যে থাকার ব্যবস্থা করা হয়েছে। এনিয়ে চুক্তি হয়েছে ভলন্টারি হেলথ এসোসিয়েশন ও ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের মধ্যে। সাংবাদিক সম্মেলনে জানালেন ইউনিয়নের কর্মকর্তারা।মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার, উপদেষ্টা সৈয়দ সাজ্জাদ আলি, সম্পাদক সৌরজিৎ পাল, অভিষেক দে, খুমুলুঙ প্রেস ক্লাবের সম্পাদক রণজিৎ দেববর্মা সহ অন্যান্যরা।প্রণব সরকার জানান, মহকুমা স্তরের যারা চিকিৎসা সংক্রান্ত কারনে আগরতলায় আসে তাদেরকে রাত্রি যাপনের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। তাই মহকুমা স্তরের সাংবাদিকরা দীর্ঘ দিন ধরে দাবি জানিয়ে আসছিল চিকিৎসা সংক্রান্ত কারনে যে সকল সাংবাদিকরা আগরতলায় আসবে তাদের জন্য আগরতলায় থাকার ব্যবস্থা করার। তাদের এই দাবির গুরুত্ব অনুধাবন করে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রনব সরকার এই নিয়ে কথা বলেন ভেট এর কার্যকরী অধিকর্তা সুজিত ঘোষের সাথে। আগরতলা ভিসা অফিসের সন্নিকটে ভলন্টারি হেলথ এসোসিয়েশন অব ত্রিপুরার গেস্ট হাউস রয়েছে। ভেটের কার্যকরী অধিকর্তা সুজিত ঘোষও বিষয়টির গুরুত্ব অনুধাবন করে তাদের সংস্থার গেস্ট হাউসে সাংবাদিকদের বিনামূল্যে থাকার সুযোগ দেওয়ার আশ্বাস দেন। অবশেষে মঙ্গলবার আগরতলা প্রেসক্লাবে এই বিষয়ে চুক্তি হয়। গেস্ট হাউসে থাকার জন্য সাংবাদিকের পরিচয়পত্র সাথে নিয়ে আসতে হবে বলে। জরুরী ভিত্তিতে আগাম বুকিং না করে কেউ আসলে তার জন্যও থাকার ব্যবস্থা করা হবে।

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী