ডুকলি কৃষি আধিকারিকের কাছে ডেপুটেশন কৃষকসভা- ক্ষেতমজুর ইউনিয়নের

আগরতলা : জনগনের স্বার্থ সম্বলিত ৯ দফা দাবিতে ডুকলি ব্লকের কৃষি দপ্তরের আধিকারিকের কাছে গনডেপুটেশন বামপন্থী দুই সংগঠনের। সারা ভারত কৃষকসভা এবং ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের ডুকলি মহকুমা কমিটির উদ্যোগে এদিনের কর্মসূচী।মঙ্গলবার দুই সংগঠনের তরফে কৃষি আধিকারিকের অফিসের সামনে সভারও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কৃষকসভার রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য নারায়ণ দেব, সংগঠনের ডুকলি মহকুমা কমিটির সম্পাদক রাজকুমার চৌধুরী, ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের ডুকলি মহকুমা কমিটির সম্পাদক পঙ্কজ ঘোষ, সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতির রাজ্য সম্পাদিকা স্বপ্না দত্ত, কৃষক আন্দোলনের নেতা কামাল মিয়া, চন্দন দত্ত, মাখন শীল সহ অন্যরা। তাদের দাবির মধ্যে রয়েছে অতি বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্থ কৃষকদের জন্য মরশুমি বীজ ধান এবং সবজি চাষের জন্য আর্থিক সাহায্য করা,বীজ, প্রয়োজনীয় সার, কিটনাশক সহ কৃষি যন্ত্রপাতি বিনামূল্যে দেওয়া,কৃষকদের বিনামূল্যে জল সেচের ব্যবস্থা, সমস্ত কৃষককে কৃষক সম্মাননিধি ভাতা দেওয়া,ডুকলি কৃষি মহকুমা এলাকায় সমস্ত এল আই. স্কিমগুলিকে সেচের উপযুক্ত করে চালু রাখা,রেগার কাজ প্রতি বছরে ২০০ দিন এবং ৬০০ টাকা মজুরির দাবি দুই সংগঠনের।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র