পি এম সূর্যঘর মুফত বিজলি যোজনা নিয়ে পুর নিগমের পূর্ব জোন্যাল অফিসে শিবির

আগরতলা : পি এম সূর্যঘর মুফত বিজলি জনার সুবিধা মানুষ যাতে নিতে পারে সেজন্য বিভিন্ন জায়গায় হচ্ছে সচেতনতা শিবির। বুধবার রাজধানীর আশ্রম চৌমুহনী পুর নিগমের পূর্ব জোন্যাল অফিসে হয় একদিনের শিবির।ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম ও ত্রিপুরা শহুরি জীবিকা মিশন-র সহযোগিতায় আগরতলা পুর নিগম প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা নিয়ে জনসচেতনতা ও নিবন্ধীকরন শিবির করে।শিবিরটির উদ্বোধন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষকে রিনোভেল এনার্জির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বর্তমানে সকলে প্রাকৃতিক গ্যাস ও জ্বালানীর উপর নির্ভরশীল। একটা সময় এগুলির মূল্য অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাবে। কারন প্রাকৃতিক গ্রাস ও জ্বালানী ক্রমশ হ্রাস পাবে। তাই প্রধানমন্ত্রী ভারতবর্ষকে সৌর শক্তির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এতে উপকৃত হবেন আমজনতার।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল