বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠানের ব্যানারে শোভাবর্ধন করলো ইংরেজি

আগরতলা : বিদ্যালয় শিক্ষা দপ্তরের রাজ্যভিত্তিক অনুষ্ঠানে ইংরেজিতে ব্যানার লেখার প্রতিবাদ ও ধিক্কার জানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠানের ব্যানারে শোভাবর্ধন করলো ইংরেজি। যা নিয়ে সমালোচনার ঝড় বইছে। উঠছে আয়োজকদের ভূমিকা নিয়েও। বাংলা ভাষার জন্য শহীদ হয়েছিলেন রফিক, জব্বার, বরকতরা। সেই শহীদদের স্মরণে রেখে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হয়ে থাকে ত্রিপুরায়ও।শুক্রবার রাজ্যভিত্তিক অনুষ্ঠান হয় বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে। এদিন আগরতলা টাউন হলে হয় অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের ব্যানারে বাংলা কিংবা রাজ্যের দ্বিতীয় ভাষা ককবরক নয়, ইংরেজিতে সব কিছু লেখা হয়েছে। যা নিয়ে উঠছে প্রশ্ন। তীব্র প্রতিবাদ করে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, এতে শুধু মাতৃভাষাকেই অবমাননা করায় নয়, ভাষা আন্দোলনের শহীদদের প্রতিও অমর্যাদা করা হয়েছে। তিনি বলেন এই রাজ্যে নতুন একটা প্রবণতা দেখা যাচ্ছে সরকারি কর্মসূচীতে হিন্দি ভাষাকে যুক্ত করে প্রাধান্য দেওয়ার ষড়যন্ত্র চলছে। আশিস বাবু বলেন সব ভাষাকে আমরা মর্যাদা দেই। রাজ্যের সব সরকারি কর্মসূচীতে বাংলাকে প্রাধান্য দেওয়ার আহ্বান সরকারের উদ্দেশ্যে রাখেন।

Related posts

CM emphasizes discipline, team spirit through football

Tripura aims for Agricultural self-reliance: Ratan Lal Nath

লোক ভবনে উদযাপন করা হল আসাম রাজ্যের প্রতিষ্ঠা দিবস