পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

আগরতলা : প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের ১৯ তম কিস্তিতে দেশের ৯ লক্ষ ৭০ হাজারের অধিক কৃষককে ২২ হাজার কোটি টাকা অধিক প্রদান করা হবে। শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান কৃষি মন্ত্রী রতন লাল নাথ। পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন বলে জানান মন্ত্রী রতন লাল নাথ। তিনি বলেন, ত্রিপুরা রাজ্যে মোট ভূমির পরিমাণ ৬০ লক্ষ ৬২ হাজার কানি। তারমধ্যে মাত্র ২৯ লক্ষ কানিতে ফসল চাষ হয়। তার মধ্যে মাত্র ১৫ লক্ষ কানিতে ধান চাষ হয়। ফলে কৃষকরা যদি কৃষি কাজের থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে রাজ্যে খাদ্য সমস্যা দেখা দেবে। তাই দেশের প্রধানমন্ত্রী কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন।সাংবাদিক সম্মেলনে তিনি আরো জানান ২০২১-২২ সালে ২ লক্ষ ৩৮ হাজার কৃষককে দেওয়া হয়েছে ১৩৪ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরে ২ লক্ষ ৪৪ হাজার কৃষককে ১৪৮ কোটি টাকা দেওয়া হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে ২ লক্ষ ৫২ হাজার কৃষককে দেওয়া হয়েছে ১৩১ কোটি টাকা। ২০২৪-২৫ সালে ২ লক্ষ ৭৭ হাজার কৃষককে দেওয়া হয়েছে ১০৪ কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নীধি প্রকল্প চালু করেছেন। ২০১৮-১৯ সালে এই প্রকল্প চালু করা হয়েছে।

Related posts

CM emphasizes discipline, team spirit through football

Tripura aims for Agricultural self-reliance: Ratan Lal Nath

লোক ভবনে উদযাপন করা হল আসাম রাজ্যের প্রতিষ্ঠা দিবস