মুখ্যমন্ত্রী-প্রদেশ সভাপতির উপস্থিতিতে সাংগঠনিক বৈঠক বিজেপির

আগরতলা : সাংগঠনিক বিষয়ে আলোচনা করতে ত্রিপুরা প্রদেশ বিজেপির বৈঠক। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে হয় বৈঠক।এদিনের বৈঠকে আলোচনা হয়েছে। সাংগঠনিক একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী, বিধায়ক সহ নব নির্বাচিত জেলা সভাপতিরাও উপস্থিত ছিলেন। সাংবাদিকদের প্রশ্নোত্তরে বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী জানান আশা করা হচ্ছে সহসাই প্রদেশ বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণা করা হবে। সারা দেশজুড়ে এই প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। উল্লেখ্য মণ্ডল- জেলা স্তরের সভাপতিদের নাম আগেই ঘোষণা করা হলে প্রদেশ সভাপতির নাম এখনও ঘোষণা করতে পারেনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এই অবস্থায় এদিন বিজেপির সাংগঠনিক বৈঠক বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে