মেয়ের মৃত্যুর ঘটনায় দুইজনের বিরুদ্ধে পূর্ব মহিলা থানায় মামলা এক ব্যক্তির

আগরতলা : চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে জিবিতে মৃত্যু হল অগ্নিদগ্ধ বধূর। মৃতের নাম তানিয়া নম। কাঠগড়ায় মৃতের স্বামী ও শাশুড়ি। রাজধানীর বাইপাস সংলগ্ন শ্যামাপ্রসাদ এলাকাযর কৃষ্ণ দেবনাথের সঙ্গে বিয়ে হয়েছিল।। বৃহস্পতিবার দুপুরে পূর্ব মহিলা থানায় অভিযোগ দায়ের করেন গৃহবধূর বাবা শান্তি নমঃ। গৃহবধূর বাবা শান্তি নমঃ অভিযোগ করেন ২১ ফেব্রুয়ারি দুপুরে তানিয়ার শরীরে আগুন লাগিয়ে দেয় তার স্বামী এবং শাশুড়ি। তারপর রাতে হাসপাতাল থেকে তানিয়ার বাপের বাড়ির লোকজনদের ঘটনার বিষয়ে জানানো হয়। বুধবার জিবি হাসপাতালের চিকিৎসকদের সকল প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে তানিয়া। তানিয়ার আড়াই বছরের একটি পুত্র সন্তানও রয়েছে। তানিয়ার বাপের বাড়ি মলয়নগর এলাকায়। মেয়ের মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়ে পূর্ব মহিলা থানায় মামলা দায়ের করেন তানিয়ার বাবা। পুলিস মামলা নিয়ে ঘটনার তদন্তে নেমেছে।

Related posts

CM emphasizes discipline, team spirit through football

Tripura aims for Agricultural self-reliance: Ratan Lal Nath

লোক ভবনে উদযাপন করা হল আসাম রাজ্যের প্রতিষ্ঠা দিবস