সরকারের মূল লক্ষ্য হলো প্রতিটি পরিবারকে আত্মনির্ভর করা—সান্তনা

আগরতলা : সি স্কিল এন্ড এন্টারপ্রেনারশিপ সেন্টারের উদ্বোধন হল শনিবার। শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা-র হাত ধরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলার ইন্দ্রনগরস্থিত মহিলা আইটিআই প্রাঙ্গনে এর উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা সহ অন্যরা। এইদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সান্তনা চাকমা বলেন এই ধরনের উদ্যোগ গ্রহণ করার ফলে সময়োপযোগী বাজার নির্ভর দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ ও অভিনব প্রচেষ্টায় উদ্যোক্তা তৈরি করা সম্ভব হবে। স্বল্পকালীন এই প্রশিক্ষণের মাধ্যমে এবং বর্তমান সরকারের নারী স্বশক্তিকরণ কার্যক্রমে দারুণ সুফল পরিলক্ষিত হবে। তিনি আরো বলেনএন্টারপ্রেনারশিপ সেন্টার চালু হওয়ার ফলে ছাত্রীরা প্রশিক্ষণ নিয়ে তাদের দক্ষতা কাজে লাগাতে পারবে। বর্তমানে কেন্দ্র এবং রাজ্য সরকার মহিলাদের বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে। আগে মহিলাদের চাকরির ক্ষেত্রে কোন সংরক্ষণের ব্যবস্থা ছিল না। বর্তমানে কেন্দ্র সরকার সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করেছে। এছাড়াও মহিলারা কর্মক্ষেত্রে পুরুষদের থেকে অনেকটাই পিছিয়ে ছিল আগে। বর্তমানে পুরুষদের সাথে তাল মিলিয়ে মহিলারা কর্মক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি। মন্ত্রী আরও বলেন সরকারের মূল লক্ষ্য হলো প্রতিটি পরিবারকে আত্মনির্ভর করা। সেই লক্ষ্য নিয়ে সরকার কাজ করে চলেছে।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে