কেন্দ্রের কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে আগামী দিনে জোরদার আন্দোলন গড়ে তোলার আহ্বান

আগরতলা : কেন্দ্রের কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে আগামী দিনে জোরদার আন্দোলন গড়ে তোলার আহ্বান।শনিবার রাজধানীর কৃষ্ণনগর ঠাকুর পল্লী রোডস্থিত জুনু দাস ভবনে সারা ভারত কৃষকসভার রাজ্য সম্মেলনে এই আহ্বান জানান নেতৃত্ব। ১৩ তম ত্রিপুরা রাজ্য সম্মেলন হয় এদিন। সম্মেলনে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক আর ভেঙ্কাইয়া, জাতীয় পরিষদের অন্যতম সম্পাদক শ্রীকুমার মুখার্জি সহ অন্যান্যরা। সারা ভারত কৃষকসভার জাতীয় পরিষদের অন্যতম সম্পাদক শ্রীকুমার মুখার্জি জানান সারা ভারত কৃষক সভার সর্বভারতীয় সম্মেলন হবে এপ্রিল মাসে। তার আগে সংগঠনের রাজ্য সম্মেলন হচ্ছে বিভিন্ন রাজ্যে। মূলত রাজ্য স্তরে সংগঠনের অবস্থা খতিয়ে দেখা এবং নতুন নতুন নেতৃত্ব তুলে আনার জন্য রাজ্য সম্মেলন করা হচ্ছে। আগামিদিনে ত্রিপুরা রাজ্যে সংগঠন কি ভাবে কাজ করবে তার রূপরেখা তৈরি করা হবে এইদিনের সম্মেলনে।পাশাপাশি কেন্দ্রের বর্তমান সরকারের সমালোচনা করেন কৃষক বিরোধী নীতির কারণে।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে