ব্যাটলিংশিপকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে—সুশান্ত
আগরতলা : দপ্তরের আধিকারিকদের নিয়ে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী ঘুরে দেখলেন উত্তর ত্রিপুরা জেলার জম্পুই পাহাড়ে অবস্থিত ব্যাটলিংশিপের পরিকাঠামো। ব্যাটলিংশিপের পরিকাঠামো সরজমিনে ঘুরে দেখার পর মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন ব্যাটলিংশিপ থেকে…