আগরতলা : উদয়পুরের মির্জা এলাকায় অঞ্জলি সরকারের মৃত্যুর ঘটনায় ১৯ সেপ্টেম্বর কাঁকড়াবন থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়। পরবর্তী সময় মৃত অঞ্জলি সরকারের স্বামী পঙ্কজ সরকার ২০ সেপ্টেম্বর আরও একটি লিখিত মামলা দায়ের করে। সেই অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে অভিযুক্ত লিটন দাস মৃত অঞ্জলি সরকারের সাথে সম্পর্ক স্থাপন করে। সম্পর্কের সময় লিটন দাস কিছু ছবি তুলে রাখে। সেই ছবি দেখিয়ে পরবর্তী সময় লিটন দাস অঞ্জলি সরকারের সাথে সম্পর্ক স্থাপন করে। ১৮ সেপ্টেম্বর থানায় একটি মামলা দায়ের হয়। সেই অভিযোগ পত্রে উল্লেখ করা হয় লিটন দাসের নেতৃত্বে কয়েকজন পঙ্কজ সরকারের উপর আক্রমণ করেছে। সেই সময় অঞ্জলি সরকার সামনে ছিল। সে স্বামীকে বাচাতে এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। ১৯ সেপ্টেম্বর অভিযুক্তরা অঞ্জলি সরকারকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে বলে অভিযোগ। পুলিস ঘটনার তদন্তে নেমে ৫ জনকে গ্রেপ্তার করে। ধৃতরা বর্তমানে পুলিস হেপাজতে রয়েছে। এই ঘটনায় একজন এসআই-র গাফিলতি পাওয়া গেছে। যার কারনে ঐ এসআইকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
দুই সন্তানের জননী অঞ্জলি সরকারের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৫ জনকেঃমুখ্যমন্ত্রী
66