1
আগরতলা : শ্রম দপ্তরে ডেপুটেশান প্রদান করল অসংগঠিত শ্রমিক কংগ্রেস। কালো শ্রম কোড বাতিল সহ মোট ৯ দফা দাবির ভিত্তিতে এইদিনের ডেপুটেশান প্রদান করা হয়। মঙ্গলবার প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেসের কর্মী সমর্থকরা প্রদেশ কংগ্রেস ভবনে সামনে থেকে এক মিছিল সংগঠিত করে। মিছিলটি শ্রম ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখান থেকে এক প্রতিনিধি দল শ্রম ভবনে গিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শ্রম দপ্তরের অধিকর্তার হাতে ৯ দফা দাবি সম্বলিত স্মারক লিপি তুলে দেয়। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেসের চেয়ারম্যান শান্তনু পাল। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এইদিন ডেপুটেশান প্রদানের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।