আগরতলা : ফের আর পি এফের হাতে আটক বিপুল পরিমাণ নেসঘা সামগ্রী কফ সিরাফ। আটক করা হয়েছে বিহারের আট যুবককে। গোপন সংবাদের ভিত্তিতে বেঙ্গালুরু থেকে আগরতলাগামী হামসফর এক্সপ্রেস থেকে বিপুল পরিমাণ কফসিরাপ উদ্ধার করল আরপিএফ। বেঙ্গালুর থেকে আগরতলাগামী হামসফর এক্সপ্রেসে করে কিছু যুবক নেশা সামগ্রী পাচার করছে। এই সংবাদের উপর ভিত্তি করে আরপিএফ হামসফর এক্সপ্রেসের উপর নজরদারি চালায়। হামসফর এক্সপ্রেস আগরতলা রেল স্টেশনে পৌঁছানোর পর সন্দেহজনক ৮ যুবককে আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় ৫২৫ বোতল নেশা জাতীয় কফ সিরাপ। যার বাজার মূল্য আনুমানিক ১ লক্ষ টাকা। ধৃতদের আগরতলা জিআরপি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। জিআরপি থানার পুলিশ ঘটনার তদন্ত করে এই কফসিরাপ কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা বের করবে। অভিযোগ এভাবেই প্রায়শই রাজ্যে ধুঁকছে ট্রেনকে ব্যবহার করে নেশা সামগ্রী। এমনকি পাচারও করা হচ্ছে গাঁজা। তবে সক্রিয় আর পি এফ ও জি আর পি।
নেশা সামগ্রী সহ আটজনকে আটক করলো আর পি এফ
36