আগরতলা : সোমবার আমতলি থানা এলাকায় ঘটে যায় এক নেক্কার জনক ঘটনা। চোর সন্দেহে দুই যুবক ও এক যুবতীকে আটক করে স্থানীয়রা। তাদেরকে আটক করার পর মাথা মুন্ডন করে দেয় স্থানীয়রা। এই ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে এক জনকে গ্রেপ্তার করল আমতলি থানার পুলিশ। আমতলি থানার ওসি জানান সোমবার দুপুর ১ টা নাগাদ তন্ময় মালাকার, মাসুম মিয়া সহ এক যুবতী হাপানিয়া দেবাশিষ দে-র বাড়িতে গিয়েছিল। তাদেরকে চোর সন্দেহ করে স্থানীয়রা আটক করে মারধর করে এবং তাদের মাথা মুন্ডন করে দেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রান্ত যুবতী আমতলি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের তদন্তে নেমে পুলিস দেবাশিষ দে-কে আটক করেছে। মঙ্গলবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃত দেবাশিষ দে-কে আদালতে সোপর্দ করে আমতলি থানার পুলিশ।
হাঁপানিয়ার ঘটনায় এক জনকে গ্রেপ্তার করল আমতলি থানার পুলিশ
1