আগরতলা : ৬ ও ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের রাজ্য সম্মেলন। মঙ্গলবার সংগঠনের রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান সংগঠনের রাজ্য সম্পাদক শ্যামল দে। সাংবাদিক সম্মেলনে তিনি জানান রাজ্যের অন্যতম বৃহত্তম শ্রেণী সংগঠন ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন। এই সংগঠনের সম্মেলন নির্দিষ্ট সময়ে সম্পন্ন করা হয়ে থাকে। সংগঠনের প্রাথমিক কমিটির সম্মেলন প্রতি বছর করা হয়ে থাকে। তার উপর ভিত্তি করে প্রতি তিন বছর পর পর অঞ্চল কমিটি, বিভাগীয় কমিটি, জেলা কমিটির সম্মেলন করা হয়ে থাকে। এই সময়ের মধ্যে রাজ্যের ৮৩০ টি প্রাথমিক কমিটির সম্মেলন সম্পন্ন হয়েছে। ১৯৬ টি অঞ্চল কমিটির সম্মেলন ও ২৪ টি বিভাগীয় কমিটির সম্মেলন ও ৮ টি জেলা কমিটির সম্মেলন সম্পন্ন করা হয়েছে। ৬ ও ৭ ডিসেম্বর সংগঠনের দ্বাদশ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে সোনামুড়া টাউন হলে। সম্মেলনে ৩১৮ জন প্রতিনিধি অংশগ্রহণ করবে। ৬ ডিসেম্বর সোনামুড়ার রবীন্দ্র চৌমুহনীতে প্রকাশ্য সমাবেশের মধ্যদিয়ে সম্মেলন শুরু হবে। সমাবেশে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি এ বিজয় রাঘবন ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
সাংবাদিক সম্মেলন করে সংগঠনের রাজ্য সম্মেলনের দিনক্ষণ ঘোষণা করল ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের রাজ্য নেতৃত্ব
2
previous post