আগরতলা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৯ বছর পূর্তিতে চলা জনসম্পর্ক অভিযানে বনমালিপুর বিধানসভা এলাকায় বের হলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। উন্নয়ন কর্মসূচী তুলে ধরার পাশাপাশি জনগণের মধ্যে লিফলেট বিলি করেন। ৯ বছর পূর্তিতে ৩০ মে থেকে মাস ব্যাপী কর্মসূচী রাজ্যে শুরু হয় ভারতীয় জনতা পার্টির । ২০ মে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে সূচনা হয় বাড়ি বাড়ি জন সম্পর্ক অভিযানের মাধ্যমে জন সমর্থন আদায় কর্মসূচী। বাড়ি বাড়ি গিয়ে বিজেপি নেতা- মন্ত্রীরা তুলে ধরছেন নরেন্দ্র মোদীর ৯ বছরের মানুষের জন্য নেওয়া কর্মসূচী গুলি। শুক্রবার ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য মঠ চৌমুহনী কামার পুকুর পাড় এলাকায় জন সম্পর্ক অভিযান করেন মণ্ডল স্তরের নেতৃত্বকে সঙ্গে নিয়ে। বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর ৯ বছরের কাজ গুলির একটি লিফলেট লোকজনের হাতে তুলে দেন।রাজীব বাবু জানান , ৩০ জুন মাসব্যাপী কর্মসূচী শেষ হওয়ার কথা থাকলেও বৃষ্টি ও কুমারঘাটের ঘটনায় প্রচার বন্ধ থাকায় তা আরও কয়েকদিন জনসম্পর্ক অভিযান চলবে।
দলীয় কর্মী- সমর্থক সঙ্গে নিয়ে বনমালীপুর কেন্দ্রে জনসম্পর্কে প্রদেশ সভাপতি রাজীব
310