195
আগরতলা : ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় বি গ্রুপের নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি হয় ইউ.বি.এস.টি ও কেশব সংঘ।শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে কেশব সংঘকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে জয় দিয়ে লিগ শেষ করে ইউবিএসটির ফুটবলাররা। লিগে ইউ.বি.এস.টি ৫ ম্যাচে ২ টি ম্যাচে জয় ২ টি ম্যাচে পরাজয় ও ১ টি ম্যাচ ড্র করে ৭ পয়েন্ট সংগ্রহ করে। এদিনের ম্যাচটি বর্ষণের কারনে ৯০ মিনিটের পরিবর্তে ৭০ মিনিট খেলা হয়।