আগরতলা : রাজনীতির ঊর্ধ্বে উঠে নতুন বাজার কমিটি বাজারের উন্নয়নে কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন পুর নিগমের মেয়র।রাজধানীর দ্বিতীয় বৃহত্তম বাজার হল রাজধানীর বটতলা বাজার। বটতলা উদ্বাস্তু বাজার ব্যবসায়ী কেন্দ্রীয় সমিতির পুরনো কমিটি স্ব-ইচ্ছায় নিজেরা পদত্যাগ করেছেন। ফলে নতুন কমিটি গঠন করা হয়।পুরনো কমিটির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। শনিবার বটতলায় সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে নতুন কমিটির নাম ঘোষণা করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।উপস্থিত ছিলেন পুর নিগমের কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য ,কর্পোরেটর নিবাস দাস সহ অন্যান্যরা। এদিন মেয়র দীপক মজুমদার ৩৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটির ঘোষণা দিলেন । উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে ৭ জনকে নিয়ে।নতুন কমিটির সভাপতি হয়েছেন সঞ্জীব মজুমদার,সম্পাদক সুভাষ দাস। মেয়র দীপক মজুমদার এদিন বলেন, পুর নিগম ও মুখ্যমন্ত্রী চাইছেন বটতলা বাজারের সার্বিক উন্নয়ন। সেজন্য বাজার কমিটির সম্পূর্ণ সহযোগিতা চেয়েছেন মেয়র।
253
previous post