আগরতলা : ২২ দিন ধরে কর্ম হীন হরেন্দ্র নগর চা- বাগানের ১৩ জন শ্রমিক। অভিযোগ বাগানের ম্যানেজমেন্ট তাদের কাজ বন্ধ রেখেছে। চা- বাগানের শ্রমিকরা নিজেদের দাবি নিয়ে ১৬ সেপ্টেম্বর ম্যানেজমেন্টের সঙ্গে দেখা করতে যায়। এটাই তাদের অপরাধ। অভিযোগ কিছু শ্রমিকের নামে থানায় মামলা করার পাশাপাশি ১৬ জন শ্রমিকের কাজ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর পর ৩ জন শ্রমিককে কাজ দেওয়া হলেও ১৩ জনকে এখনও পর্যন্ত কাজে নেওয়া হয়নি। পুজার প্রাক মুহূর্তে কাজ না থাকায় অভাবের মধ্য দিয়ের দিন কাটছে তাদের। এই সমস্যা সুরহার দাবিতে শনিবার শ্রম কার্যালয়ে যান ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়নের এক প্রতিনিধি দল। ডেপুটেশন দেওয়া হয় ডেপুটি শ্রম কমিশনারের কাছে।ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়নের নেতা কানু ঘোষ ছিলেন প্রতিনিধি দলের নেতৃত্বে। পাশাপাশি তারা দাবি জানায় অবিল্মবে চা- বাগান শ্রমিকদের ২০ শতাংশ হারে পুজার বোনাস দেওয়ার। অভিযোগ এবছর পুজার বোনাস নিয়ে বাগান গুলির কর্তৃপক্ষ তালবাহানা করছে।
চা শ্রমিকদের সমস্যা নিয়ে ডেপুটেশন
163