আগরতলা : গাজা ও প্যালেস্তাইনের উপর মার্কিন মদতে ইজরায়েলের হিংস্র বর্বর অমানবিক আক্রমণ চালিয়ে যাচ্ছে। আক্রমণের প্রতিবাদে রাজ্যেও হয় প্রতিবাদ মিছিল- সভা। প্যালেস্তাইনের উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে শান্তি ও সংহতি সংগঠন দেশব্যাপী কর্মসূচী হাতে নিয়েছে। রাজ্যেও কর্মসূচী গ্রহণ করে বুধবার এআইপিএসও। বুধবার বিকেলে আগরতলায় সংগঠনের উদ্যোগে হয় মিছিল- সভা। এদিন শ্রমিক ফ্রন্ট, কৃষান ফ্রন্ট, ছাএ-যুব -নারীসহ সমাজের মানবপ্রেমী ও শান্তি-সংহতিকামী মানুষ জড়ো হন অফিস লেন সি আই টি ইউ অফিসের সামনে। সেখান থেকে বের হয় জ্ঞান, স্লোগানে সোচ্চার মিছিল। মিছিলের সামনে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিএম রাজ্য সম্পাদক তথা বিধায়ক জিতেন চৌধুরী, বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর, শ্রমিক নেতা মানিক দে, শঙ্কর প্রসাদ দত্ত, শুভাশিস গাঙ্গুলি, সিপিআই-র নেতা ডাঃ যুধিস্টির দাস, শান্তি- সংহতি সংগঠনের নেতা অধ্যাপক দেবব্রত গোস্বামী সহ অন্যরা।এদিন মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহনীতে সভায় মিলিত হয়। সেখানে আলোচনা করেন প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যরা। তারা মার্কিন সাম্রাজ্যবাদ, ইজরায়েলের সমালোচনার পাশাপাশি ভারত সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেন। তুলে ধরেন কিভাবে গাজা ও প্যালেস্তাইনে শিশু- মহিলা সহ নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে।
293
previous post
এসইউসিআই-র বিক্ষোভ সভা
next post