135
আগরতলা : ২০২২ সালে টেট ওয়ান ও টেট- টু উত্তীর্ণদের এক সঙ্গে নিয়োগের দাবি জানিয়ে আসছেন চাকরি প্রত্যাশীরা। অভিযোগ দপ্তর এখনও তাদের নিয়োগের বিষয়ে কোন ধরণের পদক্ষেপ গ্রহণ করছে না। ফলে অনেকটা হতাশ। এমনকি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলেও সেভাবে দেখা করার সুযোগ হচ্ছে না। এই অবস্থায় ফের শিক্ষা ভবনের দরজা কড়া নাড়লেন ২০২২ সালের টেট উত্তীর্ণরা।বুধবার তারা শিক্ষা ভবনে গিয়ে অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। দাবি জানান রাজ্যের বিদ্যালয় গুলিতে শিক্ষক স্বল্পতা দুরীকরণে ৩৬১ জন টেট উত্তীর্ণকে একসঙ্গে নিয়োগ করার। এখন দেখার দপ্তর তাদের একসঙ্গে নিয়োগে কোন ইতিবাচক পদক্ষেপ নেয় কিনা?