আগরতলা : ট্রেনে করে গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে গেল। আটক এক ব্যক্তি। ঘটনা বুধবার বিকেলে। গোপন খবরের ভিত্তিতে বুধবার আগরতলা রেল স্টেশনের পারস্ল অফিসের সামনে যান আর পি এফ ও জি আর পি। ৬ টি পার্সেল সহ এক ব্যক্তিকে দেখে তাদের সন্দেহ হয়। পুলিস পার্সেলে তল্লাশি শুরু করতেই উদ্ধার হয় ৮৬ প্যাকেট গাঁজা। উদ্ধার ৩১৯ কেজি গাঁজা । অভিযোগ অবৈধ ভাবে গাঁজা গুলি বৃহস্পতিবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে এন জি পি পাঠানোর জন্য বুকিং করা হচ্ছিল। কিন্তু তা আর হয়ে উঠেনী। জি আর পি গ্রেপ্তার করে আগরতলা বৈষ্ণবটিলা এলাকার বাসিন্দা উত্তম কুমার পাল নামে এক ব্যক্তিকে। তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য ৭ লাখ টাকা বলে জানা গেছে। ধৃতকে পুলিস রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
ট্রেনে পাচারের আগে গাঁজা বাজেয়াপ্ত
194
previous post