আগরতলা : ছাত্র-ছাত্রীদেরকে বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তোলা। এই লক্ষ্যে প্রতিবছর সাড়ম্বরে বিজ্ঞান নাটক প্রতিযোগিতার আয়োজন করা হয়। মহকুমা-জেলা রাজ্য স্তর হয়ে জাতীয় স্তরেও হয় প্রতিযোগিতা। এবছর জেলা ভিত্তিক বিজ্ঞান নাটক প্রতিযোগিতা শেষে বৃহস্পতিবার হয় রাজ্যভিত্তিক বিজ্ঞান নাটক প্রতিযোগিতা। ত্রিপুরা রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদের তরফে এদিন প্রতিযোগিতা হয় রাজধানীর সুকান্ত একাডেমীতে। চলতি বছরের ২৪ নভেম্বর গৌহাটিতে হবে আঞ্চলিক বিজ্ঞান নাটক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে রাজ্য স্তরের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করা টিম।এর পরে আগামী বছরের জানুয়ারি মাসে মুম্বাই হবে জাতীয় স্তরের বিজ্ঞান নাটক প্রতিযোগিতা। রাজ্য ভিত্তিক আসরে প্রতিটি জেলা থেকে একটি করে দল অংশ নেয়। বেশা সাড়া পড়ে পড়ুয়াদের মধ্যে।
বিজ্ঞান নাটক প্রতিযোগিতার রাজ্য স্তরের আসর
521
previous post