আগরতলা : প্রধানমন্ত্রী বিদ্যুতায়ন যোজনায় রাজ্যের সমস্ত জায়গায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া হচ্ছে বিদ্যুৎ। তবে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় পুরনো বিওদ্যুত পরিবাহী লাইন নিয়ে সমস্যা হচ্ছে। তাই কিভাবে আরও ভালো বিদ্যুৎ পরিষেবা দেওয়া যায় সেই চিন্তাভাবনা করা হচ্ছে। মঙ্গলবার শহরতলী ঊষাবাজারে এক অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি পূর্বতন সরকারের সময়কার সমালোচনা করে বলেন, আগে ভোট জিতে মসনদে বসে গেলেই কাজ শেষ। আর এখন এর উল্টো। নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে অমৃত প্রক্লের অধীনে শহরতলী ঊষাবাজারে গড়ে উঠে প্রতিদিন ৮০ মেগালিটার ক্ষমতাসম্পন্ন ভূগর্ভস্থ জল পরিশোধন প্রকল্প। আধুনিক মানের এই প্রকল্প গড়ে উঠেছে আগরতলা পুর নিগমের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দাদের জল সুবিধার জন্য।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, পুর নিগমের মেয়র দীপক মজুমদার, স্থানীয় কর্পোরেটর, প্রাক্তন বিধায়ক ডাঃ দিলিপ দাস, পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং সহ অন্যরা। উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, প্রধানমন্ত্রী ভারত বিকাশ সংকল্প যাত্রা শুরু করেছেন। সরকারি প্রকল্পের সুযোগ যারা এখনও পাননি তাদের তাদের কাছে পৌঁছে দিতে হবে। বর্তমান সরকার যা বলে তাই করে দেখায়। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার বর্তমান সরকার হল ট্রান্সফারেন্সির সরকার। তিনি সুবিধাভোগীদের কাছে আহ্বান রাখেন প্রকল্পটি দেখে রাখার জন্য।
জল পরিশোধন প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
161
previous post