আগরতলা : স্টাইপেন্ডের দাবিতে কর্মবিরতি শুরু করলো এনবিইএমএস ডিপ্লোমা স্নাতকোত্তর প্রশিক্ষণার্থীরা। শুক্রবার তারা রাজধানীর আই জি এম হাসপাতালের সামনে কর্মবিরতি শুরু করেন।এনবিইএমএস ডিপ্লোমা অল ইন্ডিয়া কোর্সের স্নাতকোত্তর প্রশিক্ষণার্থী যারা আই জি এমে রয়েছেন তাদের মধ্যে ১৮ জন রাজ্য ও বহিঃরাজ্যের স্টাইপেন্ড পাণ।অভিযোগ সেটাও অনিয়মিত।এমনিতেই প্রতি মাসে মিলে না স্টাইপেন্ড। দুই-তিন মাস অন্তর অন্তর স্টাইপেন্ড মিলে।হোস্টেল না মেলায় যারা ঘর ভাড়া করে থাকেন তাদের সমস্যায় পড়তে হয়। বিশেষ করে বহিঃরাজ্যের যারা রয়েছেন। কিন্তু গত ৫ মাস ধরে ধরে মিলছে না তাদের স্টাইপেন্ড। ফলে মহাসমস্যায় তারা। এনিয়ে কর্তৃপক্ষের সঙ্গে দেখা করলে শুধু মাত্র মিলেছে আশ্বাস। কিন্তু জুটে না স্টাইপেন্ড। এই অবস্থায় স্নাতকোত্তর প্রশিক্ষণার্থীরা আন্দোলনে নামার সিদ্ধান্ত নেয়। শুক্রবার তারা ন্যায্য পাওনার দাবিতে আই জি এম হাসপাতাল চত্বরে কর্মবিরতি শুরু করেন। স্টাইপেন্ড পাওয়ার পরেই কাজে যোগ দেবেন বলে সাফ জানান।
স্টাইপেন্ড ণা মেলায় কর্মবিরতি শুরু করলেন এনবিইএমএস ডিপ্লোমা স্নাতকোত্তর প্রশিক্ষণার্থীরা
301