আগরতলা : যারা এখনও কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পান তারা যাতে নেন সেই আহ্বান জানালেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার।তিনি বিভিন্ন ওয়ার্ডের মাধ্যমে সুযোগ গুলি নাগরিকদের কাছে পৌঁছে দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে রাজ্যে। রাজ্যের বিভিন্ন জায়গায় হচ্ছে বিকাশ মেলা ও সুশাসন শিবির। আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ড ও জোনে হচ্ছে শিবির। সরকারি প্রকল্প গুলির সুযোগ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য শিবির করা হচ্ছে। শুক্রবার পুর নিগমের পূর্ব জোনের উদ্যোগে শিবির হয় কামিনী কুমার সিংহ মেমোরিয়াল উচ্চতম মাধ্যমিক বিদ্যালয়ে। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার পূর্ব জোনের চেয়ারম্যান তথা কর্পোরেটর সুখময় সাহা, কর্পোরেটর সোমা মজুমদার, সীমা দেবনাথ, মণি মুক্তা ভট্টাচার্য, তথ্য- সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান নব্যেন্দু ভট্টাচার্য সহ পুর নিগমের আধিকারিকরা। প্রশাসনের তরফে বিভিন্ন স্টল খোলা হয় মাঠে। প্রচুর মানুষ এতে অংশ নেন পরিষেবা গ্রহণ করতে।
পুর নিগমের পূর্ব জোনে বিকাশ মেলা
170
previous post