আগরতলা : আগরতলায় আখাউড়া এলাকায় চলছে কভার ড্রেন নির্মাণের কাজ। এই নির্মাণ কাজের জন্য ড্রেনে বাঁধ দিয়ে কাজ করানো হচ্ছে। ফলে শহরে মশার উপদ্রব বেড়ে গেছে। এমনই ধারণা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের। বর্তমানে আগরতলা শহরে মশার ব্যাপক উৎপাত। দিনে তো বটেই রাতের বেলা মশার উৎপাতে কোথা বসা কিংবা দাঁড়ানো যাচ্ছে না। সমস্যায় পুর নাগরিকরা। অভিযোগ এভাবে মশার উৎপাত বেড়ে গেলেও কোন পদক্ষেপ নিচ্ছে না আগরতলা পুর নিগম। এই অবস্থায় অবশেষে শুক্রবার আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কমিশনার শৈলেশ কুমার যাদব, পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা আখাউড়া কভার ড্রেন নির্মাণ কাজ পরিদর্শনে যান।তারা সমস্ত বিষয় খতিয়ে দেখেন। তাদের ধারণা ড্রেনের জল আটকে কাজ করার ফলেই হয়তো মশা বেড়ে গেছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই দিন পরে বাঁধ কেটে দিয়ে ড্রেনের জল স্বাভাবিক ভাবে যেতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া হবে। মেয়র আরও জানান কভার এই বড় ড্রেনটির নির্মাণ কাজ শেষ হয়ে গেলে মশার উৎপাত থেকে রক্ষা পাবেন নগর বাসী।আগামী দুই মাসের মধ্যে কাজ শেষ করা হবে বলে নির্মাণ কারী সংস্থা জানিয়েছে।
মশার উপদ্রব থেকে রক্ষা পাবে তো শহরবাসী?
133
previous post