145
আগরতলা : উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে প্রাচীন টুর্নামেন্ট কুশল ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপ। প্রতিবছর ত্রিপুরা টেনিস এসোসিয়েশনের তরফে এই টুর্নামেন্ট হয়। এবছর ২০ তম কুশল ওপেন টেনিস টুর্নামেন্ট হচ্ছে। শুক্রবার থেকে এই প্রতিযোগিতা শুরু হয়েছে। শনিবার হয় রাজধানীর মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে হয় আনুষ্ঠানিক উদ্বোধন। উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, পশ্চিম জেলার পুলিস সুপার কে কিরণ কুমার, ত্রিপুয়রা টেনিস এসোসিয়েশনের সম্পাদক সুজিত রায় সহ বিশিষ্টজনেরা। এবারের আসরে ৮ টি দল অংশ নেয়। ত্রিপুরার দুটি দল ছাড়াও দেশের বিভিন্ন রাজ্য ও বাংলাদেশের একটি দল অংশ নিয়েছে। বাধারঘাট টেনিস কমপ্লেক্স ও স্টেট টেনিস কোর্টে চলবে খেলাগুলি।