আগরতলা : ছাত্র স্বার্থ বিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস। তাঁরা উচ্চ শিক্ষা অধিকর্তার কাছে স্মারকলিপিও জমা দেয়। রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলিতে চলছে ভর্তি প্রক্রিয়া।
এবছর থেকে কলেজ গুলিতে নয়া শিক্ষানীতি চালু হয়েছে। বাড়ানো হয়েছে ভর্তি ফী। অভিযোগ একলাফে অনেকটাই ভর্তি ফী বাড়ানো হয়েছে। এই অবস্থায় বর্ধিত ফী প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে বিভিন্ন ছাত্র সংগঠন। বুধবার আন্দোলনে নামল এ আই ডি এস ও সাংগঠনিক কমিটি। এদিন অফিস লেন শিক্ষা ভবনের সামনে সংগঠনের কর্মীরা বিক্ষোভ দেখান প্ল্যা কার্ড নিয়ে দাবি পূরণের জন্য। নেতৃত্বে ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি মৃদুল কান্তি সরকার সহ অন্যরা। তাঁরা এদিন শিক্ষা ভবনে স্মারকলিপিও জমা দেন ৫ দফা দাবিতে। তাদের দাবির মধ্যে রয়েছে ,সকল ছাত্রছাত্রীদের কলেজে ভর্তি সুনিশ্চিত। কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক স্থায়ী অধ্যাপক নিয়োগ করা,বর্ধিত ফ্রি প্রত্যাহার করা।শিক্ষার সমস্ত ব্যয়ভার সরকারকে বহন করারও দাবি জানানো হয়। সভাপতি ছাত্র-ছাত্রি সহ সকলের কাছে আহ্বান রাখেন ছাত্র স্বার্থ বিরোধী এক এক করে যে সিদ্ধান্ত নিচ্ছে সরকার এর বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার। অন্যায় নীতির প্রতিবাদ জানিয়ে ছাত্র,গণ আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানানো হয় এদিনের কর্মসূচী থেকে।