আগরতলা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংকল্প এবার ৪০০ পার। এই সংকল্প নিয়ে কাজ করছেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। লোকসভা নির্বাচনের যুদ্ধে বিজেপির প্রতিটি সৈনিক অবতীর্ণ হয়েছেন এবং দায়িত্ব পালন করছেন। বিজেপি কার্যকর্তাদের কর্ম-নিষ্ঠা মানুষ কোনদিনও ভুলে যাবে না। দুটি লোকসভা আসনে ইতিহাস তৈরি করার জন্য মানুষ তৈরি হয়ে গেছেন। মোদীজির হাতকে শক্তিশালী করার জন্য মানুষ সংকল্প করে নিয়েছেন। দলের প্রতিষ্ঠা দিবসে একথা বললেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। প্রতিবছর ৬ এপ্রিল ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। সারা দেশের সঙ্গে রাজ্যেও হয় অনুষ্ঠান। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। শনিবার সকালে পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনের কার্যালয়ের সামনে হয় ৪৪ তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। প্রথমে বিজেপির পতাকা উত্তোলন করেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, নির্বাচনী প্রভারি অভিনাশ রাই খান্না, সাধারণ সম্পাদক ভগবান দাস, সহ- সভাপতি তাপস ভট্টাচার্য, সম্পাদক তাপস মজুমদার সহ অন্যরা।উপস্থিত সকলে দলের প্রতিষ্ঠাতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, বিজেপির কাছে রয়েছে নীতি, নিয়ত, নেতৃত্ব। যা কিনা বিরোধীদের কাছে নেই।
বিজেপির ৪৪ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন
178
previous post