আগরতলা : কেন্দ্রের বিজেপি সরকারের পেশ করা বাজেটকে জন বিরোধী আখ্যা দিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে মিছিল সভা। সর্বভারতীয় কর্মসূচীর অঙ্গ হিসেবে তিন বাম সংগঠন সি আইটি ইউ-কৃষকসভা ও ক্ষেতমজুর ইউনিয়নের তরফে হচ্ছে এই কর্মসূচী। শুক্রবার আগরতলায় হয় বিক্ষোভ মিছিল ও পথসভা। এদিন মেলারমাঠ থেকে বের হয় মিছিল। বাজেট বিরোধী স্লোগান সোচ্চার মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কামান চৌমুহনীতে পথ সভায় মিলিত হয়। এদিনের মিছিলে প্রচুর কর্মী-সমর্থক অংশ নেয়। উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মানিক দে, কৃষকসভার নেতা পবিত্র কর সহ অন্যরা।এদিনের সভায় পবিত্র কর কেন্দ্রের বাজেটের সমালোচনা করে অভিযোগ করেন এই বাজেট উন্নয়ন বিরোধী।দেশের সাধারণ মানুষের উপরে কর বাড়ছে। কোন নতুনত্ব বাজেটের মধ্যে নেই। এই বাজেটের ফলে দেশে আরও বেশি অনুন্নয়ন হবে। তিন ব্যাপী রাজ্যের বিভিন্ন জায়গায় এই প্রতিবাদ কর্মসূচী শুরু হয়েছে।
কেন্দ্রের বাজেটের বিরুদ্ধে রাজপথে বাম শ্রমিক- কৃষক ক্ষেতমজুর সংগঠন
29
previous post