আগরতলা : মানুষের জীবন শৈলী পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাড়ছে মধুমেহ রোগ। অনেকের অল্প বয়সেও শরীরে এই রোগ দেখা দিচ্ছে। একই সঙ্গে বাড়ছে উচ্চ রক্তচাপও। রাজ্যেও এই দুই রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। আগরতলা শহরেও এই সংখ্যা নেহাত কম নয়। এই অবস্থায় ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এগিয়ে এলো জাতীয় স্বাস্থ্য মিশন। মা উষা চ্যারিটেবল ট্রাস্ট। এই ট্রাস্ট বরাবরই সামাজিক কাজে এগিয়ে আসে। রবিবার তাদের যৌথ উদ্যোগে হয় সচেতনতা মূলক শিবির। এদিন রাজধানীর জয়নগরে বেসরকারি একটি হলে হয় শিবির। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মা ঊষা চেরিটেবল ট্রাস্টের সভাপতি খোকন রায়, কর্মকর্তা সুশান্ত রায় সহ বিশিষ্টজনেরা. মেয়র বলেন, মধুমেহ রোগ নিয়ন্ত্রণে রাখা যায় নিয়ম ও চিকিৎসকের পরামর্শমতো চললে। তিনি আরও বলেন, কিছু বংশগত কারনেও হয়।
মধুমেহ ও উচ্চ রক্তচাপ নিয়ে সচেতনতা
209
previous post