আগরতলা : আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসের সামনে বিক্ষোভ ঘিরে উত্তেজনা।পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে রাজ্যে সরব বিভিন্ন সংগঠন। প্রতিদিন বিভিন্ন জায়গায় হচ্ছে বিক্ষোভ-সভা। সোমবার দুপুরে আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে ডেপুটেশন দেয় হিন্দু সংঘর্ষ সমিতি। তারা বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। এদিকে বাইরে সংগঠনের কর্মীরা ব্যাপক বিক্ষোভ সংগঠিত করে। এক সময় উত্তেজনা দেখা দেয় হিন্দু সংঘর্ষ সমিতির বিক্ষোভকে কেন্দ্র করে।ঘটনাস্থলে ছুটে যায় পশ্চিম জেলার পুলিস সুপার সহ বিশাল পুলিস বাহিনী। পরে সেখানে ছুটে যান অতিরিক্ত পুলিস মহানির্দেশক অনুরাগ সহ অন্যরা। তারা পরে বিক্ষোভকারীদের সরিয়ে দেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসের সামনে বিক্ষোভ ঘিরে উত্তেজনা
23
previous post