আগরতলা : ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ দলের নেতা-কর্মীদের।সংসদের বাইরে বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকারজুন খারগের উপরে যারা আক্রমণ করেছে এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচী থেকে এই দাবি জানানো হয়। কংগ্রেস কর্মীরা এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র পদত্যাগেরও দাবি জানান। সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে কংগ্রেসের তরফে চলছে বিক্ষোভ কর্মসূচীও। অমিত শাহের কুরুচিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায় কংগ্রেস। তাদের অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ হচ্ছেন সংবিধান ও আম্বেদকর বিরোধী। শুধু তাই নয়, আম্বেদকরকে নিয়ে মন্তব্য করায় দেশ বাসীর কাছে ক্ষমা চাইতে হবে অমিত শাহের। উল্লেখ্য শুক্রবারই ত্রিপুরা সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।অভিযোগ সংসদে আম্বেদকরকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন অমিত শাহ। এর প্রতিবাদ জানিয়ে সংসদের বাইরে বিরোধীরা বিক্ষোভ দেখাতে গেলে আক্রমণ করা হয় বলেও অভিযোগ।
ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ দলের নেতা-কর্মীদের
30