আগরতলা : রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তর-পূর্বাঞ্চল পর্ষদের ৭২ তম প্ল্যানারি অধিবেশনে অংশ নেওয়া ছাড়াও বিভিন্ন কর্মসূচীতে যোগ দেবেন তিনি। শুক্রবার বৈঠকে অংশ নিতে কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা। রাজ্যে দ্বিতীয় বারের মতো শনিবার হতে যাচ্ছে উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের ৭২ তম প্লেনারি বৈঠক। আগরতলার প্রজ্ঞা ভবনে হবে এই বৈঠক। বৈঠককে সামনে রেখে ইতিমধ্যে সেজে উঠেছে শহর আগরতলা। সাজিয়ে তোলা হয়েছে প্রজ্ঞা ভবনকেও। প্রজ্ঞা ভবনের ৪ নং হলে অনুষ্ঠিত হবে উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের ৭২ তম প্লেনারি বৈঠক। ইতিমধ্যে প্রজ্ঞা ভবনের ৪ নং হলকে নতুন সাজে সাজিয়ে তোলা হয়েছে। উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন পর্ষদের ৭২ তম প্লেনারি বৈঠকে যোগ দিতে রাজ্যে এসে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি রাজ্যে এসে পৌঁছালেন সিকিম, অরুনাচল প্রদেশ ও মনিপুরের মুখ্যমন্ত্রী। এসেছেন কয়েকটি রাজ্যের রাজ্যপালরাও।শনিবার সকালে আসবেন অন্য রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীরা। ডোনার মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য মাধবরাও সিন্ধিয়াও রাজ্যে এসে পৌঁছে গেছেন। রাজ্যে পৌঁছানোর পর এমবিবি বিমান বন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য মাধবরাও সিন্ধিয়া জানান উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের ৭২ তম প্লেনারি বৈঠক উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য একটা গুরুত্বপূর্ণ বৈঠক। বিগত এক বছরে উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদ ও ডোনার মন্ত্রকের মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলে যে সকল উন্নয়নমূলক কাজ হয়েছে সেই সকল কাজ নিয়ে পর্যালোচনা করা হবে। শনিবার এক ব্যাঙ্কিং সামিটেরও আয়োজন করা হয়েছে। সেই সামিটে দেশের সকল ব্যাঙ্কের আধিকারিকরা উপস্থিত থাকবেন। ইতিমধ্যে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে আগরতলা শহরকে। মোতায়েন করা হয়েছে কয়েক হাজার নিরাপত্তা রক্ষী।
উত্তর-পূর্বাঞ্চল পর্ষদের ৭২ তম প্ল্যানারি অধিবেশনে যোগ দিতে রাজ্যে অমিত শাহ
40