আগরতলা : সুশাসনের রাজধানীতে ফের রাতের আক্রান্ত সিপিএম সদর মহকুমার অধীন দুই নেতার বাড়ি। অভিযোগ ভাঙচুর করা হয়েছে বিভিন্ন জিনিস। ঘটনার প্রতিবাদ জানিয়ে পূর্ব থানায় বিক্ষোভ সিপিএম-র। সুবিচার চেয়ে স্মারকলিপি থানার ওসির কাছে। শনিবার রাতে রাজধানীর কাসারি পট্টি এলাকায় সিপিআইএম-র সদর মহকুমার দুই সদস্যের বাড়িতে হামলা চালায় এক দল দুষ্কৃতকারী। অভিযোগ বিজেপি দুর্বৃত্তরা এই ঘটনায় জড়িত।ঘটনার প্রতিবাদে পূর্ব আগরতলা থানায় ডেপুটেশন প্রদান করে সিপিআইএম কর্মী সমর্থকরা। এদিন সিপিআইএম কর্মী সমর্থকরা প্রথমে পূর্ব আগরতলা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে। উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক রতন দাস, ঝলক মুখারজি, রূপা গাঙ্গুলি, অরুন সিনহা সহ অন্যরা। রতন দাস জানান শনিবার রাতে সিপিআইএম সদর মহকুমা কমিটির সদস্য সঞ্জীব সাহা এবং শহর লোকাল কমিটির সদস্য সুবীর দেব-এর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতকারীরা হামলা চালায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশের সামনে দুষ্কৃতিরা এই হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও জানান দুষ্কৃতকারীদের নাম জানে সকলে। তিনি দাবি জানান অবিলম্বে যেন দুষ্কৃতিদের গ্রেপ্তার করা হয়। এবং তাদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়। এখন দেখার পুলিস অভিযুক্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে।
সুশাসনের রাজধানীতে ফের রাতের আক্রান্ত সিপিএম সদর মহকুমার অধীন দুই নেতার বাড়ি
41
previous post