আগরতলা : দেশের ভবিষ্যৎ হচ্ছে শিশুরা। তাই শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার জন্য চাইল্ড ওয়েল ফেয়ার কমিটি কাজ করে। শিশুরা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন এসব থেকে শিশুদের উৎরনের জন্য শিশু কল্যাণ সমিতি।শিশু শ্রমিক, বাল্য বিবাহের মতো বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে বর্তমানে শিশুরা। তাই এসব নিয়ে লোকজনকে সচেতন করতে কর্মসূচী নিল শিশু কল্যাণ সমিতি পশ্চিম ত্রিপুরা জেলা ও শিশু সুরক্ষা কমিটি। একথা জানান পশ্চিম জেলা চাইল্ড প্রটেকশন অফিসার বিপ্লব ঘোষ। বৃহস্পতিবার সপ্তমীর দিনে রাজধানীর পোলস্টার ক্লাব সংলগ্ন এলাকায় স্টল খুলে সমিতি।এদিন এর উদ্বোধন হয়।উপস্থিত ছিলেন পশ্চিম জেলা চাইল্ড প্রটেকশন অফিসার বিপ্লব ঘোষ,শিশু কল্যাণ সমিতির চেয়ারপার্সন অস্মিতা বণিক ,সদস্যা মৌটুসী ভৌমিক সহ অন্যান্যরা।
রাজধানীর পোলস্টার ক্লাব প্রাঙ্গণে স্টল শিশু কল্যাণ সমিতির
93