আগরতলা : যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধার সঙ্গে উদযাপন করা হয় অদ্বৈত মল্লবর্মণের জন্মদিন। প্রতিবছরের মতো এবারো সরকারি ভাবে হয় অনুষ্ঠান। বুধবার সকালে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে পালন করা হয় অদ্বৈত মল্লবর্মণের ১১১ তম জন্মদিন। রাজধানীর অফিস লেনস্থিত অদ্বৈত অতিথিশালা প্রাঙ্গনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, দপ্তরের সচিব সহ অন্যান্য আধিকারিকরা। মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্য অতিথিরে অদ্বৈত মল্লবর্মণের আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।মন্ত্রী সুধাংশু দাস জানান প্রতি বছর উৎসাহ উদ্দীপনার সঙ্গে অদ্বৈত মল্লবর্মণের জন্মদিন পালন করা হয়। তিনি জানান অদ্বৈত মল্লবর্মণ সকলের জীবনে একজন অন্যতম ব্যক্তি হিসাবে পরিচিত। প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে অদ্বৈত মল্লবর্মণ নিজেকে প্রতিষ্ঠা করেছেন। অদ্বৈত মল্লবর্মণের জন্মদিন উপলক্ষ্যে রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানটি হবে মেলাঘরের কেমতলী এলাকায়। রাষ্ট্রীয় শোক থাকার কারনে রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানটি হবে বৃহস্পতিবার।
যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধার সঙ্গে উদযাপন করা হয় অদ্বৈত মল্লবর্মণের জন্মদিন
38