আগরতলা : দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মন মোহন সিং প্রয়াত হয়েছেন মাত্র ৬ দিন হল। এখনও চলছে রাষ্ট্রীয় শোক। বুধবার প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং-র প্রতি শ্রদ্ধা নিবেদন করল অল ত্রিপুরা আন অর্গানাইজ ওয়ার্কার কংগ্রেস। এদিন রাজধানীর বটতলা এলাকায় ডঃ মনমোহন সিং-র প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত সকলে প্রয়াত ডঃ মনমোহন সিং-র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।অল ত্রিপুরা শ্রমিক কংগ্রেসের চেয়ারম্যান শান্তনু পাল জানান ডঃ মনমোহন সিং-র প্রয়াণে উনারা একজন অভিভাবককে হারিয়েছেন। ডঃ মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন দেশের অনেক উন্নয়ন হয়েছে।উপস্থিত ছিলেন অল ত্রিপুরা আন অর্গানাইজ ওয়ার্কার কংগ্রেসের চেয়ারম্যান শান্তনু পাল, সদর জেলা কংগ্রেসের সভাপতি তন্ময় রায় সহ অন্যান্যরা।
দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শ্রদ্ধা বটতলায়
34
previous post