আগরতলা : বটতলা ফাঁড়ির পুলিসের অভিযানে জালে উঠল দুই কুখ্যাত চোর। উদ্ধার হয়েছে চুরি যাওয়া ১ টি স্কুটি ও ৩ টি বাইক। ১ ফেব্রুয়ারি কান্তি দাস নামে এক ব্যক্তি পশ্চিম আগরতলা থানায় অভিযোগ জানান বটতলা এলাকা থেকে উনার বাইকটি চুরি হয়ে গেছে। এই অভিযোগের ভিত্তিতে পুলিশের একটি তদন্তকারি দল গঠন করা হয়। ঘটনার তদন্তে নেমে সোমবার রাতে বটতলা ফাঁড়ির পুলিশ কমল দে নামে এক জনকে আটক করে। তার কাছ থেকে উদ্ধার হয় একটি চুরির বাইক। পরবর্তী সময় কমল দে-কে জিজ্ঞাসাবাদ চালিয়ে হাপানিয়া অশ্বিনী মার্কেট এলাকায় কমল দে-র বাড়ির পাশ থেকে আরও দুইটি বাইক ও একটি স্কুটি উদ্ধার করা হয়। মঙ্গলবার ধৃত কমল দে-কে পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। একথা জানান পশ্চিম আগরতলা থানার ওসি। তিনি আরও জানান ধৃত কমল দে এর আগেও বাইক চুরির মামলায় জেলে ছিল। পাশাপাশি তিনি জানান সোমবার রাতে বটতলা ফাঁড়ির পুলিশ আলঙ্গির মিয়া নামে আরও এক জনকে আটক করে। সে বাড়ি ঘরে চুরির ঘটনার সাথে যুক্ত। তার বাড়ি দক্ষিন রাম নগর এলাকায়। ধারণা ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও বেশকিছু তথ্য পেতে পারে পুলিস।
চুরি যাওয়া ১ টি স্কুটি ও ৩ টি বাইক উদ্ধার করলো বটতলা ফাঁড়ির পুলিস
26