ত্রিপুরায়ও নারীরা নিরাপদ নয় বলে বাম কর্মচারী সংগঠনের নেতৃত্বের অভিযোগ

আগরতলা : ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি (এইচ বি রোড)-র মহিলা সাব কমিটির উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন।প্রতিবছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। সরকারি-বেসরকারি ভাবে দিবসটি রাজ্যেও পালিত হয়।আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে রবিবার রাজধানীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক কর্মসূচী হাতে নিয়েছিল বাম কর্মচারী সংগঠন। রবিবার ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি (এইচ বি রোড)-র মহিলা সাব কমিটির উদ্যোগে হয় অনুষ্ঠান। এদিন রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান রণজিৎ রুদ্রপাল, সাধারণ সম্পাদিকা মহুয়া রায় সহ অন্যরা।এদিন কর্মচারী নেত্রী মহুয়া রায় বলেন, স্বাধীনতার ৭৭ বছর পরেও নারীরা বঞ্চিত লাঞ্ছিত হচ্ছেন। নারী অপরাধ বন্ধে অনেক আইন হলেও কয়টি ঘটনার ক্ষেত্রে সঠিক বিচার হচ্ছে? এই প্রশ্ন তুলেন তিনি। মহুয়া রায় বলেন, কর্মক্ষেত্রে মহিলাদের উপর হয়রানি বন্ধে নারী- পুরুষ নির্বিশেষে সকলে মিলে শামিল হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি অভিযোগ করেন ত্রিপুরায়ও নারীরা নিরাপদ নয়। মহিলা অপরাধের ঘটনা আকছার ঘটছে।রাজ্যে নারীরা সুরক্ষিত নয় বলে উনার অভিযোগ।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র