আগরতলা : আন্তর্জাতিক নারী দিবস ও ১১ মার্চ রাজধানীতে কংগ্রেসের জনসভা ঘিরে চলছে জোর প্রস্তুতি। সোমবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে হয় মহিলা কংগ্রেসের বৈঠক দুই কর্মসূচীকে সফল করতে। কংগ্রেস ভবনে প্রদেশ মহিলা কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী শর্বাণী ঘোষ চক্রবর্তী সহ অন্যান্যরা। প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী জানান ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে প্রদেশ কংগ্রেস ভবনে এক কর্মসূচী নেওয়া হয়েছে। পাশাপাশি ১১ মার্চ রাজধানীতে প্রদেশ কংগ্রেসের জনসমাবেশ হবে। এই দুইটি কর্মসূচিকে সফল করার জন্য মহিলা কংগ্রেসের নেত্রীদের নিয়ে বৈঠক করা হয়েছে। আলোচনা হয় সজনসভা সফল করতে সংগঠনের তরফে সর্বত্র বার্তা পৌঁছে দেওয়ার।
আন্তর্জাতিক নারী দিবস ও ১১ মার্চ জনসভা নিয়ে মহিলা কংগ্রেসের বৈঠক
17