19
আগরতলা : নারীদের সম্মান জানিয়ে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস প্রতিবছর পালন করা হয়। সরকারি- বেসরকারী ভাবে দিবসটি পালিত হয়। সেই দিবসটি এবছর উদযাপন করবে তিপ্রা মথার মহিলা সংগঠন তিপ্রা ওমেন্স ফেডারেশন। সোমবার সাংবাদিক সম্মেলনে একথা জানান সংগঠনের সভানেত্রী মনিহার দেববর্মা। তিনি জানান ৮ মার্চ আগরতলা টাউন হলে হবে অনুষ্ঠান সংগঠনের। উপস্থিত থাকবেন তিপ্রা মথার প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মণ সহ অন্যরা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদ্বেষ্টা কমিটির চেয়ারপার্সন পবিত্র লক্ষ্মি জমাতিয়া, সিন্ধু কন্যা জমাতিয়া, সহ-সভানেত্রী বুধলক্ষ্মি দেববর্মা সহ অন্যরা। তারা জানান এতে সকল মহিলাদের অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।