আগামীকাল উনকোটি জেলায় ৩৪টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

আগরতলা : আগামীকাল অর্থাৎ ৪ মার্চ উনকোটি জেলায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

এই পর্যায়ে মোট ৩৪টি প্রকল্পে গোটা অঞ্চলে পরিকাঠামো উন্নয়ন এবং প্রয়োজনীয় পরিষেবা প্রদানের লক্ষ্য নেওয়া হয়েছে।

এসকল উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যে অন্যতম রয়েছে – উনকোটি জেলাশাসক অফিসের নতুন ভবন, মহকুমা শাসক কার্যালয়, জেলা পরিবহন অফিস, ভেটেরিনারি জেলা হাসপাতাল, একটি নতুন ডি-অ্যাডিকশন জেলা হাসপাতাল, সমাজকল্যাণ দপ্তরের ডিআইএসই অফিস, সিডিপিও অফিস, একটি চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন, তিনটি তহশিল ভবন, একটি নার্স প্রশিক্ষণ কেন্দ্র, তিনটি স্কুল ভবন এবং প্রত্যন্ত এলাকায় সরবরাহের জন্য দুটি পানীয়জল প্রকল্প। এছাড়াও, স্থানীয় ব্যবসায়ীদের সুবিধার্থে একটি বাজার শেডের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

এদিন মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে চণ্ডিপুর ব্লক প্রাঙ্গনে। যেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিংকু রায়, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, পরিবহন দপ্তরের সচিব চন্দ্র কুমার জমাতিয়া এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস সহ অন্যান্য আধিকারিকগণ।

রাজ্যের সকল অংশের নাগরিকদের কল্যাণ সুনিশ্চিত করার জন্য পরিকাঠামো, জনস্বাস্থ্য, শিক্ষা এবং প্রয়োজনীয় পরিষেবাগুলির উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ ত্রিপুরা সরকার। আর এসকল জনমুখী উদ্যোগ রাজ্যের অগ্রগতিকে আরও জোরদার করবে এবং বিকাশের গতি আরও ত্বরান্বিত হবে।

Related posts

CM emphasizes discipline, team spirit through football

Tripura aims for Agricultural self-reliance: Ratan Lal Nath

লোক ভবনে উদযাপন করা হল আসাম রাজ্যের প্রতিষ্ঠা দিবস